খোলা বারান্দা
খোলা বারান্দা
✍বেগম আছমা
গাঙচিলের মতো সারাদিন আকাশে উড়ে
দিনশেষে আমাদের সবারি একটি ঘর দরকার
ঘরে একটি খোলা বারান্দা দরকার ।
যে শহরের ঘরগুলো তালাবদ্ধ থাকে
সেখানে খোলা বারান্দা খোঁজাটা বোকামি
তবুও মনে ইচ্ছে হয়
আমারো একটা নিজস্ব ঘর হক
সেই ঘরে খোলা বারান্দা থাকুক
আমার যখন ইচ্ছে হয় আমি বসবো
খোলা হাওয়ায় মুক্ত ভাবে শ্বাস নেবো
ভুল শুদ্ধ নির্দ্বিধায় ইচ্ছে মতো কথা বলবো
রাগের মাথায় চিৎকার করবো ।
দিনশেষে সবারই একটা ঘর দরকার
ঘরে একটি খোলা বারান্দা দরকার
কখনো কষ্ট পেলেই ইচ্ছে মতো কাঁদবো
ইচ্ছে করলেই খোলা বারান্দায়
অভিমান করে বসে থাকবো
আমাকে দেখে টাবের ফুলগুলো হাসবে ।
বিষ্টিভেজা দুপুরে বারান্দায় বসে
হাত মেলবো বৃষ্টিতে
হঠাৎ করে অনুভবের চায়ে চুমুক দেবো ।
শীতের সন্ধ্যায় শিউলি ফুলের গন্ধয়
বারান্দায় ভরে পরবে চাঁদের আলো
দূর থেকে গুলজারের গজল ভেসে আসবে
সেই গজলের সুরে সুরে আমিও গুনগুন করবো
দিনশেষে সবারি একটা ঘর দরকার
ঘরে একটি খোলা বারান্দা দরকার ।
( আন এটা বাংলা কবিতা । ভাল পালে জনাব । কবিতাটোৰ ভুল বানানকেইটা শুধৰাই দিছে কবি মৌমিতা আলম বা । কৃতজ্ঞতা জনালোঁ Moumita Alam )
Comments
Post a Comment